বিনোদন

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু


টালিউডে শুরু হলো এক নতুন অধ্যায়। জনপ্রিয় দুই তারকা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে গড়ে তুললেন নিজেদের প্রযোজনা সংস্থা, ‘হোয়াই সো সিরিয়াস’। আর সেই সংস্থার প্রথম উপহার, দুর্গাপূজার আবহে দর্শকদের জন্য তৈরি হলো বিশেষ গান, ‘দুগ্গা মা এসেছে’। শুধু অভিনয় নয়, এবার পরিচালক হিসেবেও নতুন চমক দেখালেন যিশু। আগামী দিনে ক্যামেরার পেছন থেকেও যে তিনি দর্শকদের মন জয় করতে চান, তার আভাস মিলল এই উদ্যোগেই।

তবে প্রযোজনা সংস্থায় কোন তিন নায়িকাদের নিয়ে কাজ করতে চান এই দুই তারকা, এবার সে কথারও জানান দিলেন এই দুই অভিনেতা।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কোন কোন নায়িকা নিয়ে কাজ করবেন এমন প্রশ্ন করা করা হলে উত্তরে প্রথমেই সৌরভ বলেন, প্রথমেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম বলব। অসাধারণ কাজ করছেন। আর তার পরবর্তী প্রজন্মের কথা যদি বলি তাহলে অঙ্গনা রায়ের কাজ আমার খুব ভালো লাগে। যিশুদাকেও বলেছি সেই কথা। অঙ্গনার আরও ভালো চরিত্র পাওয়া উচিত।

এরপর যিশু যোগ করেন, ‘ আমি দর্শনার কথা বলব। দর্শনা এর মধ্যে একটা প্রোজেক্টের শুটিং করছিল। সেটা এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। সেখানে দর্শনাকে যেভাবে দেখেছি, আমাকে কিছু অংশ দেখিয়েছিল, সেভাবে আগে দেখিনি।’

এ বিষয়ে সৌরভ বলেন, ‘মেট্রো ইন দিনো’ হওয়ার পর আমিও অবশ্যই দর্শনার কথা বলব।’

এদিকে আসন্ন ‘দুগ্গা মা এসেছে’ গানে দেখা যাবে দর্শনা বণিককেই। তার সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস রায় আর রাহুল মজুমদার।

আগামীতে যিশু সৌরভকে নিয়েও কাজ করতে চান ।

এ ছাড়া তাদের প্রযোজনা সংস্থা থেকে নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার কথা ভাবছেন যিশু। কোনও নির্দিষ্ট গল্পের জন্য অডিশন নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করতে পারেন তারা, সেই আভাসও দিয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে এরপর বাংলা ছবি তৈরি করার পরিকল্পনা করছেন যিশু আর সৌরভ। তবে আপাতত এখন তাদের তৈরি গানে মেতে ওঠার পালা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।