বিনোদন

রশীদ সাগরের উপস্থাপনায় সোমবার বিটিভিতে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

রশীদ সাগরের উপস্থাপনায় সোমবার বিটিভিতে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’


বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ব্যতিক্রমধর্মী সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান। অনুষ্ঠানের প্রতি পর্বে দেশ বরেণ্য একজন সঙ্গীতশিল্পী প্রিয় শিল্পী হিসেবে উপস্থিত থাকেন।

তারই ধারাবাহিকতায় এবারের পর্বে প্রিয় শিল্পী হিসেবে থাকছেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। তার গাওয়া কালজয়ী ৭টি গান পরিবেশিত হবে এবারের পর্বে। এ প্রজন্মের ছয়জন প্রতিশ্রুতিশীল শিল্পী একটি করে গান পরিবেশন করবেন। সামিনা চৌধুরী নিজেও তার গাওয়া বিখ্যাত একটি গান গাইবেন।

শিল্পীর কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা তথ্য দর্শকদের সামনে উপস্থাপিত হবে এ অনুষ্ঠানে। এ পর্বের শিল্পী মারুফা জান্নাত তৃষা, মোসলেহ উদ্দিন পিজু, রুমানা আক্তার ইতি, অনিরুদ্ধ রশিদ শুভ, ফাবাশ্বির খান, ফারজানা তাসনীম সুমনা ও সামিনা চৌধুরী।

আর সামিনা চৌধুরীর কন্যা ফাবাশ্বির খান এই প্রথম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন।

জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক রশীদ সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন ইদ্রিস নিয়াজ। গ্রন্থনায় ছিলেন কমল সরকার এবং প্রযোজনা করেছেন আল মামুন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।