বিনোদন

রিয়াদের ‘পার্টি’ শেষ | কালবেলা

রিয়াদের ‘পার্টি’ শেষ | কালবেলা


দেশের তরুণ নির্মাতা রিয়াদ মাহমুদ। একাধারে তিনি একজন লেখক ও প্রযোজকও। নিজের প্রতিটি কাজেই আলাদা কিছু দর্শন রাখতে চান। যার জন্য সবচেয়ে বেশি জোর দেন গল্পে। এরপর তারুণ্যনির্ভর আর্টিস্ট নিয়ে দেখাতে চান নিজের মুনশিয়ানা। তেমনই একটি ওয়েব ফিল্মের শুটিং সম্প্রতি সম্পন্ন করলেন রিয়াদ। নাম ‘পার্টি’। যেখানে অভিনয় করেছেন দেশের একঝাঁক তরুণ।

‘পার্টি’ শিরোনামের এ গল্প নিয়ে নির্মাতা রিয়াদ বলেন, “এটি একটি ঈদকেন্দ্রিক সময়ের গল্প। যখন দেশের তরুণ সমাজ অনেকটাই ‘পার্টি’-মুডে থাকে। তেমনই একটি গল্প নিয়ে আমার এ ওয়েব ফিল্ম ‘পার্টি’ নির্মাণ করা হয়েছে। যার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গল্পে আমরা দেখানো হবে অভিনেতা সাদ সালমি নাওভি, যে ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করছে। তার বাসায় চাঁদরাতে বন্ধুদের নিয়ে একটি আয়োজন করা হবে। যেখানে নানারকম খাবারের পাশাপাশি মাদকেরও আয়োজন থাকবে। এরপর এই পার্টিতে ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা নাওভির বাসায় একজন বহিরাগত প্রবেশ করে। যাকে নিয়েই গল্প মোড় নেবে। ওয়েব ফিল্মটি পুরো দেখলেই দর্শক বুঝতে পারবে চাঁদরাতের এমন ‘পার্টি’ রাত গভীর হলে কতটা ভয়ংকর হতে পারে।” এই ওয়েব ফিল্মটি অ্যাই স্ক্রিনের জন্য নির্মাণ করা হয়েছে। এটি আসন্ন ঈদুল আজহায় প্রকাশের কথা রয়েছে।

এই ওয়েব ফিল্মের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লামিয়া লাম। তার চরিত্রের নাম ‘নীরা’। নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “এ ওয়ব ফিল্মে আমি ‘নিরা’ চরিত্রে অভিনয় করছি। যে চরিত্রটি নিয়ে বেশ কিছু টুইস্ট আছে, যা কাজটি প্রকাশের পরই দর্শক বুঝতে পারবে। যদি গল্প ও নির্মাণ নিয়ে বলি, তাহলে বলব এটি একটি দুর্দান্ত কাজ হয়েছে। একদম ব্যতিক্রম ধাঁচের গল্প। কারণ এমন ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না। তাই কাজটি করে আমি খুবই আনন্দিত। আর নির্মাতাও খুব সুন্দর একটি গল্পের প্লট তুলে এনেছেন। পুরো তারুণ্যনির্ভর একটি কাজ এটি। আশা করছি ওয়েব ফিল্মটি সবার ভালো লাগবে।’

লামিয়া লাম ছাড়াও এতে অভিনয় করেছেন শরিফ সিরাজ, আব্দুল্লাহ সেন্টু, শান, জুনায়েদ বোগদাদী, আলমগীর হোসেন, শেলী আহসানসহ আরও অনেকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।