শাহরুখ খান ও অজয় দেবগনের সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে বলিউডে। এবার এই গুঞ্জনের ইতি টানলেন অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা একে অপরকে সত্যিই সম্মান করেন।’
বলিউডে বহুদিন ধরেই কানাঘুষা চলছে—অজয় দেবগন নাকি স্ত্রী কাজলের অন্যতম প্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানকে নিয়ে কিছুটা হিংসাবোধ করেন। বিশেষ করে শাহরুখ-কাজলের পর্দার রসায়ন নিয়েও নাকি আপত্তি আছে তার। তবে এই গুঞ্জনের ইতি টানলেন কাজল নিজেই।
সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল স্পষ্ট জানিয়ে দেন, অজয় দেবগন ও শাহরুখ খানের মধ্যে কোনো রকম ঝামেলা নেই। তাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ রয়েছে।
কাজল বলেন, ‘এগুলো শুধুই গুজব ছিল। সত্যি বলতে, এমন কিছুই ঘটেনি। ওরা এমন নয় যে একসঙ্গে বসে বিয়ার খায়, কিন্তু আজ তারা একে অপরকে সত্যিই সম্মান করে।’
এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের ব্যাখ্যায় কাজল বলেন, ‘আমরা দুজনেই জানি যে আমরা আলাদা ব্যক্তি। আমার কিছু পছন্দ আছে, ওর কিছু অপছন্দ থাকতে পারে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্কের মধ্যেই এমন একটা সীমারেখা আছে, যেটা আমরা দুজনেই সম্মান করি।’
২৭ জুন মুক্তি পেয়েছে কাজলের ‘মা’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ফুরিয়া। এ ছাড়া এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সরজমিন’ সিনেমা। সোমবার জিও হটস্টারে প্রকাশ পেয়েছে রাজনৈতিক-সামরিক থ্রিলার ধাঁচে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুক টিজার।
কেউজে ইরানির পরিচালনায় সিনেমাটিতে কাজল ছাড়াও অভিনয়ে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন এবং ইব্রাহিম আলী খানকে।