বিনোদন

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন


বলিউডের নতুন প্রজন্মের তারকা সন্তানদের নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী জেরিন খান। তার মতে, প্রথম ছবিতে ব্যর্থ হলেও ইব্রাহিম আলি খানের প্রতি এত সমালোচনা ন্যায়সংগত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন বলেন, “ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’ ছিল খুবই হালকা মানের। এমন ছবিতে একজন অভিনেতা কী-ই বা দেখাতে পারবে! তাই ছবির ব্যর্থতার দায় পুরোটা ইব্রাহিমের নয়। চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বও অনেক বড়।”

সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম এবং খুশি কাপূরকে নিয়ে নির্মিত হয়েছিল ‘নাদানিয়া’। মুক্তির পর ছবিটি ব্যর্থ হয়, আর সমালোচকরা কড়া ভাষায় সমালোচনা করেন ইব্রাহিমকে। তবে জেরিন মনে করেন, দর্শকদের আরও সময় দেওয়া উচিত।

তিনি বলেন, “আমি ইব্রাহিমকে পছন্দ করি কারণ ওর শরীরী গঠন ভালো, পরিশ্রম করছে। কিছু দুর্বলতা আছে, তবে ও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। ‘সরজমিন’ ছবিতে ওকে একটু পরিণত মনে হয়েছে। ভালো পরিচালক পেলে আরও ভালো করতে পারবে।”

নতুন প্রজন্মের অভিনেতাদের প্রসঙ্গে জেরিন বিশেষভাবে উল্লেখ করেছেন আলয়া এফ–এর নাম। তার ভাষায়, “আলয়া খুব প্রতিভাবান, কিন্তু প্রভাবশালী প্রযোজক না থাকায় বেশি সুযোগ পাচ্ছে না।” এ ছাড়া রাশা ঠাডানিকেও তিনি সম্ভাবনাময় মনে করেন।

অভিনেত্রী জানান, সঠিক চরিত্র বেছে নেওয়াটা খুব জরুরি। উদাহরণ টেনে তিনি বলেন, “জুনায়েদ খানকে ‘মহারাজ’-এ মানিয়েছে, কিন্তু রোমান্টিক কমেডি ‘লাভেয়াপা’-য় একদমই না।”

নিজের অভিষেক প্রসঙ্গেও জেরিন বলেন, “আমি সালমান খানের বিপরীতে ‘ভীর’ ছবিতে কাজ শুরু করি। কিন্তু সমালোচনার পর কাজ পাওয়া কঠিন হয়ে যায়। আমার পেছনে করণ জোহরের মতো কেউ ছিল না, যে বারবার সুযোগ করে দিত।”





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।