নাটকের জনপ্রিয় নাম অভিনেত্রী সামিরা খান মাহি। ইনস্টাগ্রামে তার একটি পোস্টকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নতুন আলোচনা। যেখানে উল্লেখ করা হয় সাদাত শাফি নাবিল নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্ক নাকি ভেঙে গেছে। তারপরই শুরু হয় আলোচনা। এবার সেই স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। জানালেন তাদের প্রেমের সম্পর্ক আগের মতো ভালো যাচ্ছে না, তবে এখনো হয়নি আনুষ্ঠানিক বিচ্ছেদ।
সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি নিয়ে মাহি বলেন, ‘আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। আমি ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন, অর্থাৎ আপ-ডাউন চলছে। সেটা ভেঙে গেছে কিংবা ব্রেকআপের কথা বলিইনি। হয়তো সবাই আমাকে বেশি ভালোবাসে, না হয় বাসেই না। না হয় এমন হবে কেন। আমাদের পরিষ্কার করে বলতে চাই, ব্রেকআপ হয়নি, শুধু আমাকে নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এটা একদমই হওয়া উচিত নয়।’
এর আগেও বেশ কয়েকবার সামিরা খান মাহি তার ব্যক্তিগত জীবন নিয়ে হন খবরের শিরোনাম।