সাদা পোশাকে যেন তিনজন আধুনিক পরী এসে বসেছেন এক মেঠো জলাশয়ের ধারে। ছবির একফ্রেমে ধরা দিয়েছেন মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ, অভিনেত্রী পারশা ইভানা এবং উপস্থাপিকা ও মডেল নীল হুরেজাহান—তিনজনই নিজ নিজ অবস্থানে পরিচিত মুখ, তবে বন্ধুত্বের পরশে তারা যেন আরও উজ্জ্বল। বিনোদন জগতের পরিচিত এই তিন মুখ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার জনপ্রিয় সব পর্যটন স্থান। তারই ধারাবাহিকতায় নীল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় নির্জন প্রকৃতির কোলে, নীল আকাশ আর সবুজ ঘাসে মোড়া পরিবেশে তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ছবির স্থান—আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত একটি বিখ্যাত স্থান মালিবু বিচ। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মালিবু অ্যান্ড গার্লস।’
ছবিতে তাদের গায়ে হালকা সাদা বা অফ হোয়াইটের মধ্যে ছিল আরামদায়ক লং ফ্রক, কেউ ক্যাজুয়াল সেট—কিন্তু তাতে ছুঁয়ে আছে এক ধরনের নির্মল ছন্দ। এই দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে কেউ বলছেন, ‘গ্রিক দেবী মনে হচ্ছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এ তো তিন পরীর দল।’