বিনোদন

সাফল্যের এক দশকে হিমির প্রথম

সাফল্যের এক দশকে হিমির প্রথম


একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মিডিয়ায় যাত্রা শুরু হয় জান্নাতুল সুমাইয়া হিমির। এরপর গুণী নাট্যনির্মাতাদের নাটকে অভিনয় করে করে দীর্ঘ এক দশকের অভিনয় জীবনের পথচলায় হিমি এখন এ প্রজন্মের নাট্যাভিনেত্রীদের মধ্যে ব্যস্ত একজন অভিনেত্রী। গত দুই বছরেরও বেশি সময়ে দর্শকের তার অভিনীত নাটকের প্রতি যেমন আগ্রহ বেড়েছে, ঠিক তেমনি প্রযোজক-পরিচালকদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেক।

প্রজন্মের দর্শকপ্রিয় এই অভিনেত্রী তার ১০ বছরের অভিনয় জীবনে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। নাম ‘হঠাৎ দেখা’, এটি নির্মাণ করেছিলেন রেশমী মিত্র।

এরই মধ্যে গতকাল প্রকাশিত হয়েছে মাহমুদ হাসান রানা পরিচালিত নিলয়-হিমি অভিনীত ‘আমার একজন মানুষ আছে’ নাটকটি। চ্যানেল আই প্রাইমে প্রকাশিত এ নাটকটিও দর্শকপ্রিয়তা পাচ্ছে। হিমি জানান, এরই মধ্যে তিনি মহিন খান, আদিবাসী মিজান, শহীদ উন নবী, এস আর মজুমদার, মাহমুদ হাসান রানাসহ আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকে কাজ করেছেন। সব নাটকেই তার বিপরীতে আছেন নিলয় আলমগীর।

এদিকে আজ হিমির জন্মদিন। ছোট বয়সে হিমির জীবনে আয়োজন করে জন্মদিন উদযাপন করা হতো। এরপর বড়বেলায় এসে অভিনয় জীবনের সফলতার এক দশকে তিনি প্রথমবার নিজের জন্মদিন আয়োজন করে উদযাপন করতে যাচ্ছেন।

আয়োজন নিয়ে হিমি বলেন, ‘আমি সবসময়ই আমার আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করি, এটাই আমার বেশি ভালোলাগে। কিন্তু এবার বেশ কয়েকজন পরিচালকের পরামর্শে জন্মদিনটি একটু বিশেষভাবে উদযাপন করতে যাচ্ছি। আমার স্কুল-কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড থাকবে কয়েকজন। আর বাকি সব মিডিয়া রিলেটেড নানান সেক্টরের অতিথি উপস্থিত থাকবেন। আরেকটা কথা না বললেই নয়, আমার হয়তো তারকাখ্যাতি এসেছে জীবনে। কিন্তু এটাও সত্যি যে, আমার দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আগে একজন পরিচালক নায়কের সঙ্গে কথা বলে আমার সঙ্গে শুধু ডেট নিয়ে কথা বলতেন। এখন পরিচালকরা আমার সঙ্গেও গল্প নিয়ে কথা বলেন, আলোচনায় বসেন। স্টোরি টেলিংটা আরও কীভাবে ভালো করা যায়, সেটা বলার এখন সুযোগ থাকে। এই যে আমার সঙ্গেও আলোচনা করার যে বিষয়, এটা আমি এখন বেশ উপভোগ করি। প্রোডাকশনের যেন সর্বোচ্চ ভালো হয় আমি সেই দিকনির্দেশনা বা আলোচনাটা করি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার সব প্রযোজক-পরিচালকের প্রতিও কৃতজ্ঞতা। কারণ সবার দোয়া, সহযোগিতায় আমি আমার ক্যারিয়ারের এক দশক চমৎকারভাবে পার করতে পারছি।’ ২০১৪ সালে বিপ্লব সাহার উদ্যোগে ‘রং আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় হিমি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘মোহর আলী’ (ধারাবাহিক)। এটি নির্মাণ করেছিলেন শঙ্কর চন্দ্র। নিলয়ের সঙ্গে প্রথম নাটক ছিল ওয়ালিদ হাসান পরিচালিত ‘জলে ভেজা রং’।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।