বিনোদন

সালমানকে শ্রদ্ধা জানিয়ে শাকিবের আবেগঘন পোস্ট

সালমানকে শ্রদ্ধা জানিয়ে শাকিবের আবেগঘন পোস্ট


ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহকে স্মরণ করলেন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহর একটি কোলাজ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির গায়ে লেখা ছিল ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ।’

পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন ‘শান্তিতে থাকুন আমাদের অমর নায়ক সালমান শাহ।’ পরবর্তীতে এসকে ফিল্মসের করা সেই পোস্টটি শেয়ার করেন শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজেও।

পোস্টটি ঘিরে ভক্তরা মন্তব্যের ঘরে জানাচ্ছেন তাদের ভালোবাসা ও শ্রদ্ধা। একজন লিখেছেন ‘তার মৃত্যুর সময় আমার জন্মই হয়নি, তবুও আমি তার বিগ ফ্যান।’ আরেকজন প্রার্থনা করে লিখেছেন ‘উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন।’

আরেক ভক্তের ভাষায় ‘প্রতিটি ভক্তের হৃদয়জুড়ে থাকবেন সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’ আবার কেউ লিখেছেন ‘বিনম্র শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই।’

সালমান শাহর অকালপ্রয়াণে এখনো শোকাহত কোটি ভক্ত। তবে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকে মনে রেখেছেন তারা, যা প্রমাণ করছে প্রতিটি মন্তব্যেই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।