বিনোদন

সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আপ্লুত কিয়ারা

সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আপ্লুত কিয়ারা


নতুন জীবনের এক অপার সুখ নিয়ে এগিয়ে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। প্রেমের পূর্ণতায় গড়া তাদের দাম্পত্যে সদ্য যোগ হয়েছে তাদের একমাত্র কন্যাসন্তান। গত জুলাইয়ের ১৫ তারিখে প্রথমবারের মতো মা হয়েছেন কিয়ারা। আর এই মাতৃত্বের আলোতেই এবার আরও এক বিশেষ দিনে ধরা দিলেন তিনি। সদ্যোজাতকে বুকে আগলে রেখে জীবনের ৩৪টি বসন্ত পার করলেন এই তারকা। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। যেখানে ভালোবাসা, পরিবার আর ছোট্ট স্নেহময় অতিথির ছোঁয়ায় দিনটি হয়ে উঠেছিল আরও রঙিন। তবে জন্মদিনে স্বামী সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন কিয়ারা।

মা হওয়ার পর প্রথম জন্মদিন, আর সেই উপলক্ষে তার অনুভবও ছিল বিশেষ রকমের। নিজের অনুভূতি প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে কিয়ারা লিখেছেন, ‘আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম।’

জন্মদিনে সারাদিন বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন কিয়ারা। যদিও দিনভর নিজের জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেননি তিনি।

কিন্তু শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক আবেগঘন বার্তা, সঙ্গে জন্মদিন উদযাপনের একটি বিশেষ কেকের ছবিও।
কেকটি ছিল সাদা রঙের, ওপরে একটি ছোট্ট পুতুল, যেমনটি দেখে মনে হয়, এক পরী তার কোলে নবজাতকে আগলে রেখেছে। সদ্য মা হওয়ায় এমন থিমেই কেকের আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ, যা দেখে আপ্লুত কিয়ারা।

এ বিষয়ে ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সকলের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটি কাটালাম। সত্যিই দারুণ অনুভূতি, নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। ’জন্মদিনে শুভেচ্ছা জানানো সকল অনুরাগীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।