স্বভাবজাত অভিনয়ের জন্য খুব অল্প সময়েই ছোট পর্দায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন মীর রাব্বি। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাটকের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন এ অভিনেতা। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হতে চলেছেন সিনেমায়। তবে একটি নয়, বরং দুটি সিনেমায়।
আসন্ন সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুরকাব’। এ দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেতা।
চলচ্চিত্র দুটি নিয়ে রাব্বি বলেন, “‘বকুলের বুকে রক্ত করবীর’ গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে, যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা।” তিনি আরও বলেন, “‘কুরকাব’ সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতটুকু বলতে চাই যে, সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে; যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। যে কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষণ সন্তুষ্ট। আমি খুব আশাবাদী এ দুটি সিনেমা নিয়ে।”
গত বছর ভালোবাসা দিবসে প্রকাশিত জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ থেকে রাব্বির অভিনয়ের প্রতি দর্শকের ভালোলাগা শুরু হয়েছিল। এরপর ‘তিলোত্তমা’, ‘কেন দেখা হলো না’, ‘স্কুল গেট’ , ‘ইন্টারনশীপ’, শর্টফিল্ম ‘ম্যাসেঞ্জার’সহ আরও বেশ কিছু কাজ মীর রাব্বিকে দর্শকের কাছে পরিচিত করে তুলেছেন একজন জাত অভিনেতা হিসেবে।