বাংলাদেশের জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। বছরজুড়েই গান নিয়ে ব্যস্ততা তার। সেই ধারাবাহিকতায় এ শিল্পীর এ বছর আরও একটি নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে, যার শিরোনাম ‘তোর আদরে’। গানটির কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর-সংগীত করেছেন হাবিব নিজেই।
নতুন এই গানের টিজার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে কালবেলাকে হাবিব বলেন, ‘আরও একটি নতুন গান আসছে আমার। ভেবে ভালো লাগছে। নতুন গান প্রকাশে বরাবরই আনন্দ লাগে আমার। কারণ আমি সংগীতের মানুষ। এটা নিয়েই থাকি। তাই ভালো কিছু হলে ভালো লাগে।’ এর আগে এ বছরের শুরুতে ‘পাগল হাওয়া’ শিরোনামে নতুন গান প্রকাশ পায়; যেটি ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শ্রোতাপ্রিয় হয়। গানের পাশাপাশি হাবিবের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। সব শেষ হাবিবের প্রকাশিত গানের নাম ‘জানিনা’। যেটি প্রকাশ পেয়েছিল ৯ আগস্ট। নতুন এ গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা।