বিনোদন

হেনস্তার শিকার সারা খান, করলেন অভিযোগ

হেনস্তার শিকার সারা খান, করলেন অভিযোগ


বলিউড অভিনেত্রী সারা খান সম্প্রতি মুখ খুললেন এক মর্মান্তিক অভিজ্ঞতা নিয়ে। দিল্লির এক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়ে গিয়ে পড়েন চরম অপমান ও নিরাপত্তাহীনতার মুখে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় চোখে জল আর কণ্ঠে ক্ষোভ নিয়ে তিনি জানালেন আয়োজকদের অসহযোগিতা, মানসিক নির্যাতন এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ। তার কথায়, ওই রাত যেন এক আতঙ্কের নাম। অভিনেত্রীর এমন বিস্ফোরক অভিযোগে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটিতে তিনি বলেন, প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।

সারা আরও বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’

অভিনেত্রী আরও জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন, তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন।

এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’

উল্লেখ্য, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এর পর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।