বিনোদন

৪০ বছর পর একসঙ্গে | কালবেলা

৪০ বছর পর একসঙ্গে | কালবেলা


নির্মাতা মণি রত্নমের ‘থাগ লাইফ’ সিনেমার ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে। যেখানে কমল হাসানকে দুর্ধর্ষ রূপে হাজির হতে দেখা যায়। এ সিনেমার মাধ্যমে চার দশক পর আবারও একসঙ্গে ফিরছেন তামিল ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি। অ্যাকশন থ্রিলার ঘরানায় নির্মিত এ সিনেমাটি আগামী ৫ জুন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন কমল হাসান, সিলামবারাসন ও ত্রিশা কৃষ্ণন। ট্রেলারে কমল হাসানের ভিন্নধর্মী লুক ও ত্রিশার সঙ্গে তার অপ্রত্যাশিত জুটি ভক্তদের অবাক করেছে।

ট্রেলারের সাড়া দেখে বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন, মুক্তির দিনেই ভারতে ‘থাগ লাইফ’ ৪০ কোটি রুপি নেট কালেকশন করতে পারে। এটি হলে কমল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হবে। এর আগে তার সর্বোচ্চ প্রথম দিনের কালেকশন ছিল ‘বিক্রম’ সিনেমার ৩২.০৫ কোটি রুপি।

কমল হাসান ও মণি রত্নমের যুগলবন্দির জনপ্রিয়তা এবং ট্রেলারের প্রভাব মিলিয়ে মুভিটি যে এ বছর বক্স অফিসে রেকর্ড গড়তে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।