বিশ্ব

আমরা অনেক মানুষকে হারিয়েছি : রণধীর জয়সওয়াল

আমরা অনেক মানুষকে হারিয়েছি : রণধীর জয়সওয়াল


ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনাকে ‘একটি খুবই দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ‘উদ্ধার কাজ এখনো চলছে। সঠিক তথ্য জানার জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, পুলিশপ্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, ‘মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন’।

বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন যাদের মধ্যে দুজন জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি ‘মেডে কল’ পাঠিয়েছিল, যা চরম বিপদের সংকেত।

উদ্ধারকাজ চলমান থাকলেও কালো ধোঁয়া ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানটি একটি মেডিকেলের হোস্টেলে ভেঙে পড়ে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।