গাজায় চলমান সংকট ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রদূতকে তলব করেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস।
মঙ্গলবার (০৮ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডাচ সরকার এক বিবৃতিতে বলা হয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে গাজার পরিস্থিতি নিয়ে ডাচ সরকারের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে এবং এটি ইসরায়েলের কাছে সরাসরি তুলে ধরা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ডাচ সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আভ্রাহাম নেগুইসেকে রুয়ান্ডা গণহত্যা স্মরণে আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক সম্মেলন থেকে বহিষ্কার করা হয়। সোমবার (৭ এপ্রিল) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো তার উপস্থিতি প্রত্যাখ্যান করলে তাকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, রুয়ান্ডার তুতসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানোর পরও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ ইউসুফ ইসরায়েলবিরোধী রাজনৈতিক ইস্যু যোগ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, এই অগ্রহণযোগ্য আচরণ প্রথমত গণহত্যার শিকারদের স্মৃতিকে অসম্মানিত করেছে। এ ছাড়া এটি রুয়ান্ডান ও ইহুদি জনগোষ্ঠীর ইতিহাসের প্রতি গভীর অসম্মান ও ভুল বোঝাবুঝির প্রতিফলন।