বিশ্ব

ইরানের নতুন হামলায় ইসরায়েলের নারী নিহত, আহত ১৩ 

ইরানের নতুন হামলায় ইসরায়েলের নারী নিহত, আহত ১৩ 


স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান। এ হামলা ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হামলা চালানো হয়েছে হাইফা ও তামরায় শহরের। ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে বলে দাবি করে ইরান।

ইরানের আজ (শনিবার) রাতের হামলায় ইসরায়েলে বেশ কয়েকজনের হতাহতের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মধ্যমটি জানায়, তামরায় একটি দোতলা ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক নারী নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে।

তবে, আলাজাজিরা ও বিবিসি তথ্য অনুযায়ী ইরানের হামলায় ১৯ জন নিহত হয়েছে ইসরায়েলে। এর মধ্যে তামরার গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে হামলায় ১৪ জন আহত হয়েছেন। আর হাইফায় শহরে পাঁচজন আহত হয়েছেন।

এদিকে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে যে আদেশ জারি করেছিল, তা তুলে নেওয়া হয়েছে। এখন হালনাগাদ আদেশে বলা হয়েছে, দেশজুড়ে বাসিন্দারা চাইলে সুরক্ষিত স্থান ছেড়ে যেতে পারবেন। তবে আশপাশে থাকতে হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।