ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ধারণার চেয়ে কম সময়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অন্তত ১০০টি ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেসব ভূপাতিতের চেষ্টা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পাল্টাপাল্টি এমন হামলার খবরে বাতিল করা হয়েছে সমকামীদের প্রাইড প্যারেড।
শুক্রবার (১৩ জুন) তেল আবিবে সমকামীদের এ প্যারেড হওয়ার কথা ছিল। তেল আবিব পৌরসভা নিশ্চিত করেছে, ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তেহরান প্রতিশোধ নেবে বলে তারা শঙ্কিত।
মধ্যপ্রাচ্যে সমকামীদের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটিতে হাজার হাজার মানুষের উপস্থিতি আশা করা হয়েছিল। এদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক অ্যাথলেট ক্যাটলিন জেনারের। আসন্ন বার্ষিক প্রাইড প্যারেড উপলক্ষে তিনি বুধবার সংবাদ সম্মেলন করেছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটিই তেল আবিবের প্রথম প্রাইড প্যারেড হতে যাচ্ছিল।
প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।
শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে।
ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।