ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’ বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার এ খবর এল।
সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
বিস্তারিত আসছে…
JUST IN: The Israeli army struck the Iranian state TV studio whereas they have been LIVE ON AIR
Holy crap!
That is insane to look at. pic.twitter.com/W3NdaqzmK6
— Nick Sortor (@nicksortor) June 16, 2025