ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত নতুন দিকে মোড় নিয়েছে। চতুর্থ দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসিতে)। সর্বশেষ তথ্য অনুযায়ী-
- চতুর্থ দফায় পাল্টা হামলা শুরু করেছে ইরান।
- নতুন করে আরও হামলা চালিয়েছে আইআরজিসি, যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে।
- ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
- হামলায় ইসরায়েলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
- একজন ইসরায়েলি নারী পাইলটকে আটক করেছে ইসলামিক বিপ্লব গার্ড কর্পস।
- ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রনালয়কে ইরান বিশেষ টার্গেট করেছে।
- ইরানি হামলায় অনেক ইসরায়েলি যুদ্ধবিমানকে দেশের আকাশসীমায় আঘাত করা হয়েছে।
- ইরান হুঁশিয়ারি দিয়েছে, অপরাধী ও দুরাচার ইসরায়েলকে দুর্বল ও অসহায় করে দেবে।
- ইরান ও ইসরায়েল পারস্পরিক হামলা ও পাল্টা হামলায় লিপ্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্র সমন্বিত এ হামলা নিয়ে সুইস রাষ্ট্রদূতকে সমন দেওয়া হয়েছে তেহরানে।
ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে, তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল। ইরান জানিয়েছিল, তারা একসাথে ছয়শ’রও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার সক্ষমতা অর্জন করেছে। এ তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায়, তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে।