বিশ্ব

ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর


ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম ‘মিজান’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, মাজিদ মোসায়েবি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ইরানের ‘সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য’ বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছিল। রোববার (২২ জুন) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিচার প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন হওয়ার পর ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রাখেন এবং মৃত্যুদণ্ড অনুমোদন করে। বিষয়টি আলজাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষীসাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ১৭ জুন এ ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম ছিল ইসমাইল ফকরি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।