বিশ্ব

ইসরায়েলকে আরও হুমকি দিল ইরান

ইসরায়েলকে আরও হুমকি দিল ইরান


ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার আইআরজিসির দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের সামরিক জ্বালানির অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ হামলা ইসরায়েলের আগ্রাসনের জবাবে দিয়েছে তারা।

শুক্রবার ভোরে (১৩ জুন) ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। এমনকি তেহরান শহর ও আশেপাশের আবাসিক ভবনেও বোমা ফেলে ইসরায়েল। এতে ইরানের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন।

এ হামলার পরে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেন, ইসরায়েল নিজেই নিজের জন্য ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি’ ডেকে এনেছে।

ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে আইআরজিসি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের একটি অভিযান চালায়। তারা ইসরায়েলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ স্থাপনায়ও হামলা চালায়। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘ট্রু প্রমিজ থ্রি’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, দশটি ড্রোন এবং অনেক ছোট শত্রু ড্রোনকে ভূপাতিত করেছে।

তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।