বিশ্ব

ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত


ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। সোলেইমান সোলেমানি নামের এই বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্র্যাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করছিলেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাতে দেশটির ইরান ফ্রন্ট পেজ পত্রিকা শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার পরিবার, সহকর্মী এবং একাডেমিক কমিউনিটিকে সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জায়নবাদী গোষ্ঠীর নির্মম হামলায় শহীদ ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট সোলেইমান সোলেমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

যে হামলায় সোলেমানি নিহত হয়েছেন, সেটি ইরানে পরমাণুবিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা ছিল।

এদিকে ভিন্ন একটি হামলায় তেহরানের নারমাক জেলায় স্ত্রী ও দুই সন্তানসহ আলি বাকুউয়ে নামের এক বিজ্ঞানী ও বক্সিং কোচ নিহত হয়েছিলেন। যদিও নিহত হওয়ার আগ পর্যন্ত তার পেশা ও শিক্ষা সম্পর্কে অনেকের জানা ছিল না বলে প্রতিবেদনে বলা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।