বিশ্ব

‘ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন’

‘ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন’


ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান। তবে রোববার মাস্কাটে নির্ধারিত আলোচনায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান।

শনিবার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি একদিকে ইরানের ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে, অন্যদিকে আলোচনার দাবি করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘রোববারের আলোচনায় আমরা অংশ নেব কি না, তা এখনো নির্ধারিত হয়নি।’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করা হয়েছে বলেও মন্তব্য করেন বাঘাই। তার দাবি, ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইসরায়েলের এই হামলা সম্ভব হতো না এবং মার্কিন প্রশাসন এ হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে।

ইরান এর আগেও ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ তুলেছিল, যদিও ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া এখনো যুক্তিযুক্ত।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

এই হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত ৮০ ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে তেলআবিব। এ ঘটনায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।