বিশ্ব

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহরজুড়ে বেজে উঠল সাইরেন 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহরজুড়ে বেজে উঠল সাইরেন 


ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে তেল আবিবসহ মধ্য ইসরায়েলে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল

আর্মি রেডিও’র সাংবাদিক দরন কাদুস জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হুথিদের শীর্ষ নেতা নিহতের পর তার প্রতিশোধ নিতে প্রথমবার হামলা চালাল বিদ্রোহী গোষ্ঠীটি। তিনি আরও বলেন, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলা চালায় হুথি। যদিও এগুলো ইসরায়েলে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়।

দ্য জেরুজালেমের পোস্টে বলা হয়েছে, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে- ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকানো যাচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তেল আবিবতে হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। যদিও গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬১ হাজার মানুষ। অনেক দেশ এ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না তেল আবিব।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।