বিশ্ব

ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন

ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে । সোমবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পর এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে জেরুজালেমের আকাশে উচ্চ শব্দ শোনা যায়।

অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনের উদ্দেশে হামলার দাবি করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে।

হুতিরা জানায়, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে। গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু হলে, তারাও ফের হামলা শুরু করে।

ইসরায়েল জানায়, গত বছর অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতিরা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। যদিও বেশিরভাগই প্রতিহত করা হচ্ছে, তবে মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে।

এই হামলার জবাবে ইসরায়েলও ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য করা হয় সানার বন্দর ও বিমানবন্দর এলাকাও।

তথ্যসূত্র: বাসস, এএফপি





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।