ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা ফার্স এ তথ্য প্রকাশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বলেছে, গত রাতের সীমিত পদক্ষেপের মধ্য দিয়ে এই সংঘর্ষ শেষ হচ্ছে না। ইরানের হামলা অব্যাহত থাকবে। এই পদক্ষেপ আক্রমণকারীদের (ইসরায়েল) জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানে বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল।
এ হামলায় অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যুসংবাদও এসেছে। এর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুসংবাদও নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর ফলে অন্তত ৮০ জন আহত হয়েছে, যাদের মধ্যে তিনজন আশঙ্কাজনক এবং পরে তাদের মৃত্যু হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডমের তথ্য অনুযায়ী, আরও অনেকেই গুরুতর আহত হয়েছে, অপরদিকে অনেকে হালকা আঘাত বা মানসিক উদ্বেগে আছেন।
ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপর দিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে এর প্রকৃত সংখ্যা ১০০টিরও কম।
আইডিএফ জানিয়েছে যে, রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
ইরানে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেলআবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উড়তে শুরু করে।