বিশ্ব

ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান


ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য এক উচ্চপর্যায়ের বৈঠকে ইসলামি দেশগুলো প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা–বিষয়ক (এআই) একটি যৌথ কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমায়ী-সাররাফ।

মে মাসের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫ সদস্যভুক্ত ডায়ালগ প্ল্যাটফর্মের এই বৈঠক। এতে সদস্য দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা একত্রিত করার ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে এআই আর্মস রেসের (প্রতিয়োগিতা) ক্ষেত্রে।

এর আগে মার্চ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসলামি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইসেস্কো)-র ৫৩টি সদস্য দেশ ‘রিয়াদ সনদ’ অনুমোদন করে। এই সনদে ইসলামি মূল্যবোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

‘ওয়েব অব সায়েন্স’ এর তথ্য অনুযায়ী, নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি ও মাল্টিএজেন্ট ভিত্তিক ব্যবস্থাপনায় ইরান ইসলামি বিশ্বের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। এছাড়া মেশিন শিক্ষণ (মেশিন লার্নিং) ও রোবটিকস-এর মতো বিস্তৃত ক্ষেত্রেও দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

তেহরানের এ সম্মেলনে ‘রিয়াদ সনদ’-কে ভিত্তি করে ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতি কাঠামো তৈরির দিকেই অগ্রসর হওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সূত্র: শাফাক নিউজ





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।