বিশ্ব

এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ

এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ


ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সংস্থাটি বলছে, নিরাপত্তার স্বার্থে তারা আগামী ৬ মে পর্যন্ত ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত রাখবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139-কে গন্তব্য পরিবর্তন করে আবু ধাবিতে অবতরণ করানো হয়।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ৪ মে ২০২৫ তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139 বেন গুরিয়ন বিমানবন্দরে ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদভাবে আবু ধাবিতে অবতরণ করে। ফ্লাইটটি সেখান থেকে দিল্লিতে ফিরে আসবে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ মে পর্যন্ত তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত রাখা হবে।

সংস্থাটি আরও জানায়, ৪ থেকে ৬ মে-র মধ্যে যাদের বুকিং রয়েছে, তাদের জন্য একবারের ভ্রমণ ফি ছাড় বা সম্পূর্ণ রিফান্ডের সুযোগ দেওয়া হবে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মাঠপর্যায়ের কর্মীরা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সহায়তা করছেন।’

উল্লেখ্য, শনিবার সকালে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘বেন গুরিয়ন বিমানবন্দর আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।’

উল্লেখ্য, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যার পেছনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের কথা বলছে তারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।