ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের বিষয়ে বিবৃতি দিয়েছে সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। গোষ্ঠীটি দাবি করেছে, নিহতদের কেউ সাধারণ পর্যটক নন।
বুধবার (২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল না সাধারণ পর্যটক, বরং তারা ভারতের নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
টিআরএফের দাবি, ওই ব্যক্তিরা ছিল একটি গোপন এজেন্সির সদস্য, যারা গবেষণার ছদ্মবেশে ওই এলাকায় এসেছিল।
গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে জানায়, আমাদের কার্যক্রম এখন থেকে আরও জোরদার করা হবে। এই হামলা দিল্লি ও দিল্লির বিতর্কিত কৌশলকে সমর্থনকারীদের জন্য একটি সতর্কবার্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের নিয়ে সন্ত্রাসীরা এমন দাবি করলেও এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। এছাড়া নিজের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হামলার তীব্র নিন্দা করে বলেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, ভারত সন্ত্রাসের সামনে কখনো মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।