ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে এ ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন।
বুধবার (২৩ এপ্রিল) জিওটিভি নিউজের সংবাদে বলা হয়, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলা হয়েছে। এতে বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, পাকিস্তান এই ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
মুখপাত্র বলেন, আমরা নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন ।
এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এ পরিস্থিতিতে মোদিকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন।
এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই- তৈয়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার সঙ্গে জড়িত। এমন দাবিতে দেশটিতে পাকিস্তানবিরোধী মনোভাব নতুন করে চাঙ্গা হচ্ছে।