বিশ্ব

কি হলো আফগানিস্তান-পাকিস্তানের? | কালবেলা

কি হলো আফগানিস্তান-পাকিস্তানের? | কালবেলা


পাকিস্তান সরকার সম্প্রতি কঠোর অভিবাসন নীতি গ্রহণের ফলে মাত্র তিন সপ্তাহে ১ লাখেরও বেশি আফগান নাগরিক দেশটি ছেড়ে আফগানিস্তানে ফিরেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫২৯ আফগান নিজ দেশে ফিরে গেছেন।

পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনিবন্ধিত অভিবাসীদের বসবাসের অনুমতি ব্যাপক হারে বাতিলের ঘোষণা দেয় ইসলামাবাদ। সরকারের এই কঠোর অবস্থান গ্রহণের পর পাকিস্তান ছাড়ছেন হাজার হাজার আফগান।

‘সন্ত্রাসী ও অপরাধী’ আখ্যা দিয়ে চলতি মাসের শুরু থেকে আফগানদের ব্যাপক হারে দেশ থেকে বিতাড়নের কাজ শুরু করে পাকিস্তান সরকার। ইসলামাবাদের মতে, পাকিস্তানে বসবাসরত অনেক আফগান নাগরিক অনিবন্ধিত এবং তাদের একটি অংশ নিরাপত্তা হুমকির সঙ্গে জড়িত।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক চাপের কৌশল রয়েছে। প্রতিবেশী দেশটির তালেবান সরকারকে চাপে রাখতে এবং সীমান্ত অঞ্চলে বারবার সংঘটিত সন্ত্রাসী হামলার দায়ভার চাপাতে আফগান অভিবাসীদের দেশছাড়া করা হচ্ছে।

ইতোমধ্যে সীমান্তমুখী আফগান পরিবারগুলোর দীর্ঘ গাড়িবহর লক্ষ করা যাচ্ছে, যারা বছরের পর বছর পাকিস্তানে বসবাস করলেও এখন বাধ্য হয়ে ফিরছে মানবাধিকার সংকটে জর্জরিত আফগানিস্তানে।

এই ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি একদিনের সফরে কাবুল যান। তবে সে আলোচনা ফলপ্রসূ হয়নি। বরং আফগানদের পাকিস্তান থেকে বিতাড়িত করতে ইসলামাবাদের পদক্ষেপকে ‘একতরফা ও অমানবিক’ বলে শনিবার নিন্দা জানান আফগানিস্তানের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ।

পাকিস্তান সরকারের তথ্যমতে, দেশটিতে প্রায় ৪০ লাখ আফগান নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে ১৭ লাখই অনিবন্ধিত। অবৈধভাবে পাকিস্তানে অবস্থানরত এসব আফগান নাগরিককে গত বছরের নভেম্বরের মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ। বেঁধে দেওয়া ওই সময়সীমার মধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি আফগান ফিরে যান।

ইসলামাবাদের অভিযোগ, অবৈধ অভিবাসীদের একটি বড় অংশ সীমান্ত অপরাধ, জঙ্গি হামলা ও চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত। আর এসব অপরাধ কমাতেই কঠোর অভিবাসন নীতি গ্রহণ করা হয়েছে। তবে আফগানিস্তান সরকারের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পাকিস্তান এবং আফগানিস্তানের সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের টানাপড়েন চলছে। তার মধ্যেই পাকিস্তান থেকে বিপুল সংখ্যক আফগানকে বিতাড়িত করার পদক্ষেপে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।