বিশ্ব

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত


ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ হামলায় শুক্রবার (২২ আগস্ট) বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায়। ফলে প্রতিরোধ ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এর কিছু অংশ আটকানো হয়। ধ্বংসাবশেষ লড শহরের কাছে গ্যানাটন এলাকায় একটি আঙিনায় পড়ে, সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোনো সরাসরি ক্ষয়ক্ষতির কল পাওয়া যায়নি, তবে কয়েকজন মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছেন।

এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। গাজার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার সতর্ক সাইরেন বাজে। প্রথমে বনি নেটজারিম ও নাভেহ এলাকায় সতর্কতা জারি করা হয়, পরে তা ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিম, আমিওজ, ইয়েশা, এসদে নিটজান ও ইন হাবেসর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।