২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলি খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য তিনি একটি দ্বৈত নীতির কথা তুলে ধরেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বর্তমানে স্পেনে অনুষ্ঠিত সাইকেল রেসে ইসরায়েলের প্রিমিয়ার টেক নামে একটি দল অংশ নেওয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে দেশটিতে। দেশটির সরকার ইতোমধ্যে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।
ইসরায়েল-প্রিমিয়ার টেক একটি বেসরকারি দল। ইসরায়েলি-কানাডিয়ান কোটিপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলভান অ্যাডামসের মালিক। এটি কোনো রাষ্ট্রীয় দল না হওয়া সত্ত্বেও ব্যাপক প্রতিবাদের মুখেও ভুয়েল্তা ছেড়ে না যাওয়ায় দলটিকে প্রশংসায় ভাসিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আলেগ্রিয়া স্পেনের রেডিও স্টেশন কাদেনা এসইআরে বলেন, ‘এটির দ্বৈত মানদণ্ড আছে, যা ব্যাখ্যা করা এবং বোঝা কঠিন।’ তিনি আরও বলেন, গাজায় প্রতিদিন যে ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চলছে তাতে আমি মনে করি আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলোর ২০২২ সালের মতো একই সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিনি বলেন, রাশিয়ার কোনো দল, কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে অনেক অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে তাদের নিরপেক্ষ পতাকার অধীনে এবং জাতীয় সংগীত ছাড়াই অংশগ্রহণ করতে হয়েছে।
আলেগ্রিয়া বলেন, তিনি চান ভুয়েল্তা আয়োজকরা ইসরায়েল-প্রিমিয়ার টেককে প্রতিযোগিতা থেকে বিরত রাখুক। কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে এই ধরনের সিদ্ধান্ত কেবল সাইক্লিং বিশ্ব পরিচালনা সংস্থা (ইউসিআই) নিতে পারে।