ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা নগরীর বাসিন্দাদের আল-রাশিদ উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, এ এলাকায় সেনারা ‘প্রচণ্ড শক্তি’ নিয়ে অভিযান চালাবে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ওপর ‘ভয়াবহ ঝড়’ নেমে আসবে এবং সন্ত্রাসের টাওয়ারগুলো কেঁপে উঠবে।
গাজা দখলে নিতে প্রায় ৮০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনাও অনুমোদন করেছেন তিনি।
এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আল-শাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে পড়ে কমপক্ষে ২৫ জন নিখোঁজ রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে।
যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৩ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ৯০৪ জনে পৌঁছেছে। সূত্র : শাফাক নিউজ