গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে জরুরি আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা ইসরায়েলের অব্যাহত যুদ্ধের মধ্যে ভেঙে পড়া স্বাস্থ্য খাত বাঁচাতে জর্ডানের ফিল্ড হাসপাতালগুলো পুনরায় সক্রিয় করার অনুরোধ জানায়।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রাজা আবদুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করিয়ে দেয় যে, ২০০৯ সালে তার নির্দেশেই গাজায় প্রথম জর্ডানিয়ান ফিল্ড হাসপাতাল চালু হয়েছিল।
মন্ত্রণালয় জানায়, গাজা সিটির ফিল্ড হাসপাতাল দীর্ঘ কয়েক মাস ধরে কোনো রোগী ভর্তি করছে না, অথচ এখন প্রতিটি হাসপাতালের শয্যা অতীব জরুরি। দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালও সংকটে পড়েছে। মাত্র ১৭টি শয্যা চালু থাকলেও কাছের নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।
প্রায় দুই বছরের অব্যাহত ইসরায়েলি বিমান ও স্থল হামলা, অবরোধ এবং দুর্ভিক্ষের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংসপ্রাপ্ত। ওষুধ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে।
ইসরায়েলের এই সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা, পাশাপাশি তীব্র দুর্ভিক্ষে ভুগছে গাজার মানুষ।
গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে ইসরায়েল এখন গণহত্যার মামলার মুখোমুখি আন্তর্জাতিক আদালততে (আইসিজে)। সূত্র : আনাদোলু, মিডলইস্ট মনিটর