বিশ্ব

গুরুতর অপরাধের ফাইলে ট্রাম্পের নাম থাকার অভিযোগ ইলন মাস্কের

গুরুতর অপরাধের ফাইলে ট্রাম্পের নাম থাকার অভিযোগ ইলন মাস্কের


কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কে ফাটল ধরল। তাতেই এই দ্বন্দ্ব রূপ নিয়েছে নতুন মাত্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তর্কযুদ্ধে’ জড়িয়েছেন দুজনেই। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে সরকারি খরচ কমানোর জন্য মাস্কের সঙ্গে সব চুক্তি বাতিলের হুমকি দেন ট্রাম্প। এর জবাবে ট্রাম্পকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করে বসলেন এই বিলিওনিয়ার।

এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, বড় বোমা ফাটানোর সময় এসেছে। এপস্টেইন ফাইলসে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। এ কারণেই সেগুলোকে জনগণের সামনে আনা হচ্ছে না।

প্রেসিডেন্ট পদে লড়বার সময় ট্রাম্প প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টেইনের যৌন অপরাধ সংক্রান্ত মামলার নথিপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ওই মামলা সংক্রান্ত বেশ কয়েকটি নতুন নথি প্রকাশ করলেও সেগুলোতে এপস্টেইনের বিষয়ে গুরুতর কোনো অপরাধের কথা উল্লেখ ছিল না।

যৌন অপরাধের উদ্দেশে মানবপাচারের অভিযোগে এপস্টেইনকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় এই ধনকুবের আত্মহত্যা করেন। ওই সময় নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ট্রাম্প।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।