বিশ্ব

চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ গেল স্বনামধন্য ক্রিকেটারের

চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ গেল স্বনামধন্য ক্রিকেটারের


চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ হারিয়েছেন এক স্বনামধন্য ক্রিকেটার। একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান তিনি।

শনিবার (০৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে ওই ক্রিকেটার মারা গিয়েছেন। তিনি দিল্লি থেকে গোয়ালিয়র যাওয়ার পথে মারা যান। হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

মারা যাওয়া ওই ক্রিকেটারের নাম বিক্রম। তিনি গোয়ালিয়রে দিব্যং ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বারবার সতীর্থরা রেলের হেল্পলাইসে ফোন করেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আনন্দবাজার জানিয়েছে, বিক্রম সঙ্গীদের নিয়ে ছত্তিশগড় এক্সপ্রেসে ওঠেন। নিজামুদ্দিন স্টেশন থেকে ওঠার কিছু সময় পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তার অবস্থা খারাপ হতে শুরু করে।

বিক্রমের এক সতীর্থ জানান, ভোর ৪টা ৫৮ মিনিটে রেলের হেল্পলাইনে ফোন করে সাহায্য চাওয়া হয়। এরপর বারবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি।

তিনি অভিযোগ করেন, ট্রেনটি মথুরা স্টেশনে ঢোকার আগে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এটি সকাল ৮টা ১০ মিনিটে মথুরা পৌঁছায়। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

আনন্দবাজার জানিয়েছে, মথুরা স্টেশনে তার মরদেহ নামিয়েছে রেল পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে রেলওয়ে পুলিশ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।