বিশ্ব

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের


বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে চীন। ৩টি আইফেল টাওয়ারের সম্মিলিত ওজনের সমান এই সেতু নির্মাণ করা হয়েছে দেশটির গুইঝো প্রদেশে। বিস্ময়কর এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’। এই ব্রিজ নির্মাণের ফলে এক ঘণ্টার রাস্তা পেরোতে এখন সময় লাগবে মাত্র এক মিনিট।

‘দ্য মেট্রো’র প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দু’মাসের মধ্যে সেতুর ইস্পাত কাঠামোগুলো বসানো হয়েছে। বিশাল গিরিখাতের ওপর নির্মিত এই সেতুর ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি লম্বা এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি ৬০ লাখ পাউন্ড। এ বিষয়ে ঝাং শেংলিন নামে চীনের একজন রাজনীতিবিদ বলেন, চীন ইঞ্জিনিয়ারিংয়ে কতটা দক্ষ, তা এই প্রকল্প প্রমাণ করেছে। গুইঝো প্রদেশকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলাতে সহায়ক হবে এই সেতু।

এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার লি ঝাও জানিয়েছেন, সেতুটিকে দিনের পর দিন তৈরি হতে দেখা থেকে এর পূর্ণাঙ্গ রূপ নেওয়ার পর সেটির দিকে তাকালে একই সঙ্গে কৃতিত্ব ও গর্বের অনুভূতি জাগে তার।

৩.২ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যবহার করে মুহূর্তেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। চীনের গ্রামীণ অঞ্চলের সঙ্গে শহরকে জুড়তেই এই সেতুর পরিকল্পনা করা হয়ে ছিল। পাশাপাশি পর্যটকদের হাঁটার জন্য কাচের রাস্তা, উঁচু বাঞ্জি জাম্পিং করার জায়গাও তৈরি করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।