চোখের মধ্যে গজিয়েছে দাঁত! শুনতে অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনই এক ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন চিকিৎসকরা। ভারতের বিহারের রাজধানী পাটনায় ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইজিআইএমএস) এক ব্যক্তির চোখে অস্ত্রপচার করে দাঁত অপসারণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এটি অতি বিবেচিত হচ্ছে বিরল ঘটনা হিসেবে।
নিউজ এইট্টিনের খবরে বলা হয়, সিওয়ান জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী রবি কুমার (ছদ্মনাম) কয়েক মাস ধরে মুখমণ্ডলে ফোলা ও ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তার পরিবার তাকে পাটনার আইজিআইএমএসে ভর্তি করায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হতবাক হয়ে দেখেন— চোখের ঠিক নিচে অস্থির ভেতরে একটি দাঁত গজিয়েছে, যার শিকড় ছড়িয়ে পড়েছে চোখের কোটরের ভেতর পর্যন্ত। এই বিরল অবস্থাকে চিকিৎসকরা বলছেন “টুথ ইন দ্য আই”।
রোগীকে ভর্তি করা হয় ডেন্টাল বিভাগের ওরাল মেডিসিন ও রেডিওলজির প্রধান ডা. নিম্মি সিংহের তত্ত্বাবধানে। তিনি বিষয়টির জটিলতা বুঝে বিশেষজ্ঞ সার্জনদের একটি দল গঠন করেন। দলে ছিলেন ম্যাক্সিলোফেসিয়াল ইউনিটের ডা. প্রিয়াঙ্কর সিংহ ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞরা।
উন্নত সিবিসিটি (CBCT) স্ক্যানের মাধ্যমে দাঁতের সঠিক অবস্থান ও শিকড়ের গভীরতা নির্ণয় করা হয়। দেখা যায় দাঁতটি চোখের নিচের অস্থির মধ্যে এমনভাবে আটকে আছে, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘণ্টার পর ঘণ্টা ধরে সতর্কতার সঙ্গে জটিল অস্ত্রোপচার চালান চিকিৎসকরা। অবশেষে তারা সফলভাবে দাঁতটি অপসারণ করতে সক্ষম হন, এবং সবচেয়ে বড় সাফল্য— চোখের কোনো ক্ষতি হয়নি। অস্ত্রোপচারের পর রোগীর দৃষ্টি ঠিক থাকে ও মুখমণ্ডলের ফোলাভাব কমে যায়।
ডা. নিম্মি সিংহ বলেন, ‘এমন কেস অত্যন্ত বিরল। সাধারণত দাঁত মুখগহ্বরেই জন্মায়, কিন্তু এই রোগীর দাঁত চোখের নিচে গজিয়েছে। উন্নত প্রযুক্তি আর বিশেষজ্ঞ দলের দক্ষতা ছাড়া এ সাফল্য সম্ভব ছিল না।’
অস্ত্রোপচারের পর আইজিআইএমএসের পরিচালক ডা. বিন্দে কুমার, উপপরিচালক ডা. বিভূতি প্রসন্ন সিনহা ও মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মনীশ মণ্ডল সার্জারি টিমকে অভিনন্দন জানান। তারা একে প্রতিষ্ঠানের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
চোখের নিচ থেকে দাঁত গজানোর মতো ঘটনা বিরল হলেও, এ সাফল্য ভারতীয় চিকিৎসাশাস্ত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।