বিশ্ব

ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে ‘গণধর্ষকদের’ শোভাযাত্রা

ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে ‘গণধর্ষকদের’ শোভাযাত্রা


ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে শোভাযাত্রা করেছেন গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া একদল যুবক। জেল থেকে জামিন পেয়েই গাড়ি-বাইক নিয়ে ডিজে বাজিয়ে রাস্তায় শোভাযাত্রা করেন তারা।

শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ১৬ মাস জেল খাটার পর বৃহস্পতিবার জামিনে বের হন। তাদের জামিনের খবরে জেলের সামনে সঙ্গী-সাথীরা গাড়ি ও বাইকের কনভয় নিয়ে হাজির হন। জেলের বাইরে পা রাখতেই তারা অভিযুক্ত সাতজনকে স্বাগত জানান। এরপর গাড়ি, বাইক আর গানের সঙ্গে শোভাযাত্রা করে তারা রওনা হন। ভারতের কর্ণাটক রাজ্যের হাভেরিতে এমন ঘটনা ঘটেছে।

তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারিতে হাভেরির একটি হোটেলে এক যুগলের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া হোটেল থেকে এক তরুণীকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তারা আদালতে জামিন পান। পরে এমন কাণ্ড ঘটনার তাদের সঙ্গীরা।

পুলিশ জানিয়েছে, গণধর্ষণ এবং হামলার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে সাতজন মূল অভিযুক্ত ছিলেন। ১০ মাস আগে তাদের ১২ জন জামিন পান। বাকিরা বৃহস্পতিবার জামিন পান। এ ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ধর্ষণে অভিযুক্তদের স্বাগত জানানোর বিষয়টি এই প্রথম নয়। এর আগে গুজরাটে বিলকিস বানু ধর্ষণ মামলায় অভিযুক্তদের মালা দিয়ে স্বাগত জানানো হয়েছিল। পাঞ্জাবে লোক ইনসাফ পার্টির প্রধান সিমরজিৎ সিংহ বাইনসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০২১ সালে মামলা হয়। ২০২২ সালে তিনি আত্মসমর্পণ করেন। ছয় মাসের বেশি সময় জেল খাটার পর ২০২৩ সালে জামিন পান। বারনালা জেল থেকে মুক্তি পেলে তাকেও ‘নায়কের’ মতো করে স্বাগত জানানো হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।