বিশ্ব

তিন শক্তিশালী নেতার ওপর চটলেন নেতানিয়াহু

তিন শক্তিশালী নেতার ওপর চটলেন নেতানিয়াহু


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনায় সরব হয়েছেন। তারা হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের লেবার দলীয় নেতা কির স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তারা সম্প্রতি গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে সহিংসতা বন্ধ না হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

তবে নেতানিয়াহু তাদের বক্তব্যকে হামাসকে উস্কে দেওয়ার অভিযোগ করেন। নেতানিয়াহু বলেন, তাদের এ অবস্থান ইসরায়েলকে চাপের মুখে ফেলে এবং হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ দেবে। তিনি বলেন, ‘এদের দাবির ফলে ইসরাইলকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে, যা হামাসকে অক্টোবর ৭ তারিখের মতো হামলা পুনরায় চালানোর সুযোগ দেবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী এ পরিস্থিতিতে পশ্চিমা নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ আনেন, যা চলমান গাজা সংকট আরও জটিল করে তুলছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কারণে ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ৭ এর পর থেকে প্যালেস্টিনিদের মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৭৬২ ছাড়িয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।