বিশ্ব

দুনিয়া কাঁপানো হাকাবাজ সাংসদরা এবার বরখাস্ত নিউজিল্যান্ডে

দুনিয়া কাঁপানো হাকাবাজ সাংসদরা এবার বরখাস্ত নিউজিল্যান্ডে


সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘হাকা’ নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক।

তার সঙ্গে আরো দুই মাওরি এমপি- রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকার- এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। তবে এবার সংসদ তাদের সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য সংসদ থেকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে দলের দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।

ঘটনাটি ঘটে যখন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টিকে মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ শাসনের ১৮৪০ সালের ঐতিহাসিক ‘ট্রিটি অফ ওয়েটাঙ্গি’ চুক্তির পুনর্ব্যাখ্যা সম্পর্কিত একটি বিতর্কিত বিল সমর্থন করার বিষয়ে প্রশ্ন করা হয়।

এই বিলটি ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত বাতিল হয়। গত বছরের নভেম্বরে পার্লামেন্টের বাইরে ৪০ হাজারের বেশি মানুষ এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

ডেবি এনগারেওয়া-প্যাকার সাংবাদিকদের বলেন, আমাদের মাওরি হওয়ার জন্যই আমরা শাস্তির মুখোমুখি হয়েছি। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকে সর্বাগ্রে রাখি।

তিন সাংসদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে সংসদে প্রবল বিতর্ক সৃষ্টি হয়। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তে-পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থি দল’ বলে অভিহিত করলে তাকে ক্ষমা চাইতে বলা হয়। বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সী এমপি মাইপি ক্লার্ক আবেগপূর্ণ কণ্ঠে বলেন, আমাদের কণ্ঠ কি এতটাই শক্তিশালী যে আমাদের শাস্তি দিতে হচ্ছে?

সংসদের একটি কমিটি জানিয়েছে, হাকা প্রদর্শনের কারণে সংসদের কার্যক্রম সাময়িকভাবে থেমে গিয়েছিল এবং এটি অন্য সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছিল। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, শাস্তি হাকার কারণে নয়, বরং সংসদের নিয়ম লঙ্ঘনের জন্য।

এই বরখাস্ত নিউজিল্যান্ডের সংসদে কোনো সাংসদের জন্য সর্বোচ্চ সময়কাল। এর আগে সর্বোচ্চ বরখাস্তের মেয়াদ ছিল মাত্র তিন দিন। যদিও বিল বাতিল হওয়ায় মাওরি জনগণের কাছে এটি এক বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।