বিশ্ব

দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি সোনার খনিতে দুর্ঘটনার পর অন্তত ২৮৯ শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় রাতে ক্লুফ সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, জোহানেসবার্গের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খনিটির সাত নম্বর শ্যাফটে শ্রমিকরা আটকা পড়েন। তবে সবাই একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। আটকে পড়াদের জন্য খাবার পাঠানো হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

খনির দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। তবে শ্যাফটের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছে সিবানইয়ে স্টিলওয়াটার।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় খনি দুর্ঘটনা নতুন নয়। দেশটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং গভীরতম স্বর্ণখনির জন্য পরিচিত। চলতি বছরের শুরুর দিকে অবৈধ একটি খনি থেকে ৭৮টি মরদেহ উদ্ধার হয়, যা দেশটির খনি খাতে নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।

উল্লেখ্য, ক্লুফ খনিটি সিবানইয়ে স্টিলওয়াটারের অন্যতম গুরুত্বপূর্ণ খনি, যেখান থেকে প্রতিষ্ঠানটির মোট সোনা উত্তোলনের প্রায় ১৪ শতাংশ আসে। দুর্ঘটনাস্থল সাত নম্বর শ্যাফটে প্রায় দুই মাইল গভীরে খনন কাজ চলছে। একই সময়ে খনিটির অন্য দুটি শ্যাফটে কার্যক্রম স্বাভাবিকভাবে চালু আছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।