বিশ্ব

নদীভর্তি কুমির, তীরবেগে নৌকা চালিয়ে পার হলেন চালক!

নদীভর্তি কুমির, তীরবেগে নৌকা চালিয়ে পার হলেন চালক!


নদীতে গিজ গিজ করছে শত শত কুমির। তার মধ্যে দিয়ে সাজোরে নৌকা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। শুনতেই কেমন যেন গা শিউরে উঠলেও এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিরে ভরা নদী পাড়ি দিয়েছেন এক নৌকাচালক।

বৃহস্পতিবার (০৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নদীর ঘোলা পানিতে ঘুরে বেড়াচ্ছে শত শত কুমির। এরমধ্যে দিয়েই নৌকাটি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নৌকা চলার সাথে সাথে কুমিরগুলো এদিক ওদিকে ছোটাছুটি শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

ভিডিওতে দেখা যায়, মোটরচালিত নৌকায় কুমিরে ভরা নদী পাড়ি দিচেছন এক ব্যক্তি। তার নৌকার শব্দে চারদিকে ছোটাছুটি করছে কুমিরগুলো। পরিস্থিতি এমন দাঁড়ায় কিছু কুমিরের দেহের উপর দিয়ে নৌকা চালিয়ে যান তিনি। এ সময় ঘটতে পারতো যেকোনো বিপদ। কুমিরের লেজের ঝাপটা লেগে উল্টে গেলেই ঘটতে পারতো যেকোনো দুর্ঘটনা। তবে এসব ভয়কে জয় করে পথ পাড়ি দেন ওই চালক।

‘নেচার ইজ অ্যামেজিং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্সে এ ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি পাঁচ লাখের বেশি দেখা হয়েছে। তবে কবা বা কোথায় এটি তোলা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।

পোস্টে দর্শকরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগ ব্যবহারকারী জানিয়েছেন, লাখ টাকা দিলেও এই ধরনের ঝুঁকি তাঁরা নিতে চাইবেন না।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।