বিশ্ব

নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩৭

নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩৭


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি নাইটক্লাবের বাইরে গাড়ি তুলে অন্তত ৩৭ জনকে আহত করার ঘটনা ঘটে। এতে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৭টি হত্যাচেষ্টার অভিযোগ গঠন করেছে প্রশাসন। খবর আলজাজিরা।

অভিযুক্তের নাম ফার্নান্দো রামিরেজ (২৯)। তিনি অরেঞ্জ কাউন্টির সান ক্লেমেন্টে এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৩ জুলাই) লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায়, রামিরেজের বিরুদ্ধে ৩৭টি হত্যাচেষ্টার পাশাপাশি ৩৭টি মারাত্মক অস্ত্র (গাড়ি) ব্যবহার করে হামলার অভিযোগও আনা হয়েছে।

দোষী প্রমাণিত হলে তার একাধিকবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ‘দ্য ভারমন্ট হলিউড’ নামক একটি নাইটক্লাবে রেগে ও হিপ-হপ সংগীতের অনুষ্ঠান শেষে লোকজন যখন বের হচ্ছিলেন, তখন রামিরেজ ইচ্ছাকৃতভাবে তার গাড়ি ফুটপাতে উঠিয়ে দেন। ফলে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, ‘যখন সে গাড়ি তুলে দেয়, তখন তার সামনে ছিল শুধু মানুষের ঢল। এটি নিছক দুর্ঘটনা নয়; বরং সম্পূর্ণ পরিকল্পিত হামলা।’

এ ঘটনায় আহতদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও কারও হাড় ভেঙেছে, কারও শরীরে গভীর কাটা-ছেঁড়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আটজনের ওপর গুরুতর শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

ঘটনার পর রামিরেজকে জনতা মারধর করে। পুলিশ জানায়, এ সময় তার শরীরে গুলির চিহ্নও পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে গুলি কে করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, যে ব্যক্তি গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের অন্তর্বর্তীকালীন প্রধান রন ভিলানুয়েভা বলেন, ‘আহতদের বেশিরভাগের অবস্থা এখন স্থিতিশীল। তবে এটি আরও ভয়াবহ হতে পারত।’

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, এই ঘটনায় কেউ মারা না যাওয়াটা সত্যিই অলৌকিক।

আদালতের নথি অনুযায়ী, রামিরেজের অতীতে সহিংসতার রেকর্ড রয়েছে। ২০১৪ সালে তার বিরুদ্ধে মারামারি ও গ্যাং-সংক্রান্ত অভিযোগ ছিল। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার লাগুনা বিচ এলাকায় একটি দোকানে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মারধর করায় তার বিরুদ্ধে ‘অ্যাগ্রাভেটেড ব্যাটারি’র অভিযোগ ওঠে। এ ছাড়া ২০২১ সালে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলাও ছিল।

২০২২ সালের আরও একটি পারিবারিক সহিংসতা মামলা ও ২০২৪ সালের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলাও বিচারাধীন রয়েছে।

অভিযুক্ত রামিরেজ বর্তমানে জামিনবিহীন অবস্থায় কারাগারে আছেন। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।