বিশ্ব

নৌ কর্মকর্তা স্বামীর কফিনে স্যালুট দিয়ে যা বললেন স্ত্রী

নৌ কর্মকর্তা স্বামীর কফিনে স্যালুট দিয়ে যা বললেন স্ত্রী


কাশ্মীরে মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের বুলেটের আঘাতে মাত্র সাত দিনের বিবাহিত জীবনের ইতি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। ভারতের জাতীয় পতাকায় মোড়া কফিনে স্বামীর দেহকে শেষ বিদায় জানান হিমাংশী।

মঙ্গলবার থেকেই পহেলগামের বৈসরনে নিথর স্বামী বিনয় নরওয়ালের মৃতদেহের পাশে তার চুপচাপ বসে থাকার ছবি ঘুরে বেড়িয়েছে সামজিক মাধ্যমে। বুধবার (২৩ এপ্রিল) সেই তরুণীই স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে স্যালুট দিলেন।

এদিন দিল্লি বিমানবন্দরে স্বামীর কফিনবন্দি দেহের সামনে অঝোরে কাঁদতে কাঁদতে হিমাংশী বলতে থাকেন, ‘প্রার্থনা করি, তোমার আত্মা যেন শান্তি পায়…তুমি আমাদের গর্ব।’ এরপর তাকে সামলাতে দেখা যায় পরিবারের অন্যদের। কফিনের পাশে দাঁড়িয়ে স্যালুট দেন হিমাংশী।

বুধবার যখন দিল্লি বিমানবন্দরে নৌসেনার তরফে বিনয় নরওয়ালকে শেষ শ্রদ্ধা জানানো হয়, তখনই সেখানে উপস্থিত ছিলেন হিমাংশী ও তার পরিবারের অন্য সদস্যরা। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী লেফটেন্যান্ট বিনয়কে শেষ শ্রদ্ধা জানান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যানুসারে, গত ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নরওয়াল ও হিমাংশীর। বিনয় কেরালার কোচিতে থাকেন। হিমাংশীর বাড়ি হরিয়ানার গুরুগ্রামে। ১৯ এপ্রিল বিয়ের প্রীতিভোজের পর মধুচন্দ্রিমায় ইউরোপ যাওয়ার পরিকল্পনা বাতিল করে কাশ্মীর যেতে চান দম্পতি।

সব ঠিকই ছিল। মঙ্গলবার বৈসরন ভ্যালিতে ভেলপুরি খাচ্ছিলেন দুজনে। সেই সময়ই হঠাৎ শুরু হয় হামলা। কিছু বুঝে ওঠার আগেই একে-৪৭ রাইফেলের গুলিতে বিদ্ধ হন বিনয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।