বিশ্ব

পাকিস্তানে থাকা মার্কিনিদের সাবধানে থাকার নির্দেশ

পাকিস্তানে থাকা মার্কিনিদের সাবধানে থাকার নির্দেশ


পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে মার্কিন মিশনের সব কর্মকর্তা-কর্মচারীর চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এ ছাড়া শনিবার পাকিস্তান সেনাবাহিনী দেশটির সকল বাসিন্দাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানিয়েছে, যা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা, বিমানবন্দর বন্ধ ও সামরিক প্রস্তুতি এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।