বিশ্ব

পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা

পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা


পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত। পাকিস্তানের সমুদ্রসীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, ভারতীয় পি-৮আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্রসীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে। গত ৪ ও ৫ মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময় ভারতের এই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে।

সরকারি সূত্র জানায়, বিমানটির পুরো গতিপথ পর্যবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল তৎপরতা ও প্রযুক্তিগত সক্ষমতা আবারও প্রমাণ করেছে।

নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, পাকিস্তান নৌবাহিনী যে কোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।

পি-৮আই বিমানটি মূলত দীর্ঘপাল্লার টহল ও সাবমেরিনবিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এটি আগেও আরব সাগরের সংবেদনশীল অঞ্চলগুলোর আশপাশে দেখা গেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।