বিশ্ব

‘পেহেলগামকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছেন মোদি’

‘পেহেলগামকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছেন মোদি’


পাকিস্তান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এটিকে ‘নির্লজ্জ ও বিপজ্জনক কৌশল’ বলে অভিহিত করেছেন। খবর জিও নিউজের।

আরব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারার বলেন, ভারত বিনা উসকানিতে পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলা চালিয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ নিরীহ মানুষ নিহত হয়েছেন।

তিনি ভারতের এ হামলাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে বলেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আক্রমণ। তথ্যমন্ত্রী জানান, পাকিস্তান সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

তারার আরও বলেন, ভারত-পাকিস্তান বিরোধের মূল কেন্দ্রবিন্দু হলো কাশ্মীর সংকট, যা বহুদিনের দীর্ঘস্থায়ী ও সমাধান-বঞ্চিত সমস্যা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।